ঢাকার দুই পুলিশ বক্সের পাশে বোমা ফেলে রাখার দায় আইএসের!
২৫ জুলাই ২০১৯ ১৭:২১ | আপডেট: ২৫ জুলাই ২০১৯ ১৭:৪২
ঢাকা: রাজধানীর খামারবাড়ি ও পল্টন মোড়ে হাতবোমা উদ্ধারের ঘটনায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) জড়িত। বৃহস্পতিবার (২৪ জুলাই) টুইটারে এ খবর জানায় যুক্তরাষ্ট্রভিত্তিক জঙ্গিবাদ নজরদারি সংস্থা সাইট ইন্টিলিজেন্স।
এক টুইটে সাইট ইন্টিলিজেন্স উল্লেখ করে, ঢাকার দুটি পুলিশ বক্সের পাশে ফেলা রাখা বোমার দায় স্বীকার করেছে আইএস ।
গভীর রাতে পল্টন ও খামারবাড়ি থেকে বোমা উদ্ধার
এর আগে মঙ্গলবার (২৩ জুলাই) রাতে রাজধানীর পল্টন মোড় থেকে একটি ও খামারবাড়ি মোড় থেকে পাঁচটি বোমা উদ্ধার করা হয়। পরে তা নিষ্ক্রিয় করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট।
রাজধানীতে বোমা: দেশি জঙ্গিরা জড়িত থাকতে পারে, আশঙ্কা আইজিপির
পুলিশ সদর দফতরে বুধবার (২৪ জুলাই) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, হাতবোমা উদ্ধারের ঘটনায় দেশীয় জঙ্গি সংগঠন জড়িত থাকতে পারে।