Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০৩০ সালে ২৪ তম অর্থনীতির দেশ হবে বাংলাদেশ: অর্থমন্ত্রী


২৫ জুলাই ২০১৯ ১৬:৩২

ঢাকা: পৃথিবীর ১৭টি বড় অর্থনীতির দেশকে পেছনে ফেলে বাংলাদেশ বিশ্বে এখন ৩২তম অর্থনীতির দেশ। ২০৩০ সাল নাগাদ বাংলাদেশ বিশ্বের ২৪ তম বড় অর্থনীতির দেশে পরিণত হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) আয়োজিত ‘গুড প্রজেক্ট ইম্প্রিমেন্টেশন’ শীর্ষক দুইদিনের সম্মেলনের শেষ দিনে এসব তথ্য জানান অর্থমন্ত্রী। উপস্থিত ছিলেন, এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ, ইআরডির সচিব মনোয়ার আহমেদসহ অনেকেই।

বিজ্ঞাপন

সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, ২০৩৪ সাল নাগাদ বাংলাদেশের বাজেটের আকার হবে ১ ট্রিলিয়ন ডলার। গত ১০ বছরে আমি অর্থনীতি বিষয়ক যত কথাই বলেছি সবগুলোই ঠিকভাবে মিলেছে। বাংলাদেশে এখন বড় বড় প্রকল্পের কাজ চলছে। এসব প্রকল্পে অনেক টাকা বিনিয়োগ করা হয়েছে। আমরা এখন শুধু বড় প্রকল্পগুলোর উপর বিনিয়োগ করছি। এখনো আমরা এসব জায়গা থেকে সুফল পেতে শুরু করিনি। যখন এগুলোর কাজ শেষ হয়ে যাবে তখন আমরা এসব প্রকল্পের সুফল পেতে শুরু করবো। তখন দেশের চেহারাই পাল্টে যাবে।

এডিবির প্রশংসা করে অর্থমন্ত্রী বলেন, এডিবি হল আমাদের অন্যতম দাতা সংস্থা। স্বাধীনতার পর থেকে শুরু করে এখন পর্যন্ত এডিবি আমাদের ২৫ বিলিয়ন ডলার সাহায্য করেছে। বর্তমানে আরও ১০ বিলিয়ন ডলার সহযোগিতা পাইপলাইনে আছে। বাংলাদেশের উন্নয়নে বড় অংশীদার হিসেবে আমরা এডিবির প্রতি কৃতজ্ঞ ও আন্তরিকভাবে তাদের ধন্যবাদ জানাই।

এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, বাংলাদেশ সম্ভাবনার দেশ। গত ১০ বছরে বাংলাদেশের রেমিটেন্স, মাথাপিছু আয়, রপ্তানি বেড়েছে। বাংলাদেশে এখন চোখে পড়ার মত উন্নয়ন হচ্ছে। বাংলাদেশ ২০১৯ সালে ৮.১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে যেটি এশিয়া প্যাসিফিক অঞ্চলে সর্বোচ্চ। বাংলাদেশের এই অর্জনকে আমি সাধুবাদ জানাই।

বিজ্ঞাপন

২০৩০ সালে ২৪তম অর্থমন্ত্রীর দেশ হবে বাংলাদেশ অর্থমন্ত্রী

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর