Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৬ ডিসেম্বরের মধ্যে মাঠ পর্যায়ের রাজাকারদের তালিকা প্রকাশ


২৫ জুলাই ২০১৯ ১৫:০৫

ঝিনাইদহ: আগামী ১৬ ডিসেম্বরের মধ্যেই দেশের মাঠ পর্যায়ের সকল রাজাকারদের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি জানান, দ্রুত গতিতে এ তালিকা প্রণয়নের কাজ চলছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুর ১২ টার দিকে ঝিনাইদহের শৈলকুপায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন শেষে মন্ত্রী এসব কথা বলেন। এসময় একইসঙ্গে মহেশপুর ও হরিনাকুন্ডু উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনও উদ্বোধন করেন তিনি।

বিজ্ঞাপন

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ‘আমরা এই কাজে অনেক এগিয়ে গেছি। আশা করছি শিগগিরই সব কাজ শেষ হবে।’

এসময় ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেনসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের এক সংক্ষিপ্ত সমাবেশে যোগ দেন মন্ত্রী।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় রাজাকারদের তালিকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর