দেশব্যাপী মশা নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহের উদ্বোধন
২৫ জুলাই ২০১৯ ১৪:০১
ঢাকা: দেশব্যাপী ‘মশা নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ’ পালন করছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ১০টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে মশা নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন করা হয়।
মশা নিধন সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তোজা।
এ সময় মাশরাফী বিন মোর্ত্তোজা ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতন হতে এবং নিজের বাসাসহ নিজ নিজ এলাকার পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহবান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব তাজুল ইসলাম এমপি,
এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. হেলালুদ্দিন। এছাড়া অনুষ্ঠানে দেশবরেণ্য বুদ্ধিজীবী, চলচ্চিত্র অভিনেতা-অভিনেত্রীসহ বিভিন্ন পেশার খ্যাতিমান ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে একটি সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়।