Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিজেন্ট এয়ারের গাড়ি থেকে ৩ কোটি টাকার স্বর্ণবার জব্দ শাহ আমানতে


২৫ জুলাই ২০১৯ ১৩:৪৩ | আপডেট: ২৫ জুলাই ২০১৯ ১৫:১২

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রিজেন্ট এয়ারওয়েজের একটি যাত্রী পরিবহনকারী গাড়ি থেকে প্রায় তিন কোটি টাকার স্বর্ণের বার জব্দ করেছে কাস্টমস ও শুল্ক গোয়েন্দা বিভাগ। জব্দ করা স্বর্ণের বারের ওজন প্রায় সাড়ে সাত কেজি বলে জানিয়েছেন কাস্টমস ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে রিজেন্ট এয়ারওয়েজের ২ নম্বর গাড়িতে তল্লাশি করে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমসের উপ-কমিশনার শহীনুর কবীর পাভেল জানান, রিজেন্ট এয়ারওয়েজের ২ নম্বর গাড়ি থেকে পরিত্যাক্ত অবস্থায় কালো টেপ মোড়ানো স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার করা স্বর্ণের বার ৬৪টি। যার ওজন সাত কেজি ৪৮৮ গ্রাম। বারগুলোর আনুমানিক বাজার দর দুই কোটি ৮৮ লাখ টাকা বলে জানান উপ-কমিশনার শহীনুর কবীর পাভেল।

রিজেন্ট এয়ারওয়েজের বাসটি রানওয়েতে ফ্লাইট অবতরণ এলাকা থেকে টার্মিনাল পর্যন্ত যাত্রী পরিবহন করে।বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশন বিভাগের ব্যবস্থাপক উইং কমাণ্ডার সরওয়ার ই জাহান।

সকাল ৭ টা ৩২ মিনিটে দোহা থেকে রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করার পর ঘটনাটি ঘটলো বলে তিনি জানান।

সারাবাংলা/আরডি/এমএম

চট্টমেট্রো চোরাচালান টপ নিউজ রিজেন্ট এয়ারওয়েজ শাহ আমানত বিমানবন্দর স্বর্ণবার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর