Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এইচএসসি পাস ডাক্তারের অপারেশন, শাস্তি ২ বছরের কারাদণ্ড


২৫ জুলাই ২০১৯ ১৩:০৯ | আপডেট: ২৫ জুলাই ২০১৯ ১৬:০৮

আটক

ঢাকা: রাজধানীর ধোলাইপারে কিউর জেনারেল হাসপাতালে এইচএসসি পাস করা ২ ভূয়া চিকিৎসকের অপারেশন করার সময় তাদের আটক করে কারাদণ্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে অভিযান শেষে এ এস এম আল মাহমুদ (৪০) ও রহিমা আক্তার (৩৫) নামে ভূয়া দুই চিকিৎসককে আটক করা হয়। পরে এ বিষয়ে সারাবাংলাকে নিশ্চিত করেন অভিযান পরিচালনাকারী র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। তিনি বলেন, আটকদের দুই বছরের কারাদন্ড এবং হাসপাতালটিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, র‌্যাব-১০ এর সদস্যদের সহায়তায় বুধবার (২৪ জুলাই) রাত ৯ টা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ধোলাইপারের কিউর জেনারেল হাসপাতালটিতে দেখা যায়, মাত্র এইচএসসি পাশ করে নিজেকে এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে দুই ডাক্তার অপারেশন করে যাচ্ছেন। হাসপাতালের ৭ রোগীর মধ্যে ৫ জনেরই অপারেশন করা হয়েছে। তিনজনের সিজার আর দুজনের জরায়ু অপসারণ।

সারওয়ার আলম বলেন, অভিযানে আরও দেখা যায়, শাবানা নামে এক রোগীর জরায়ু কেটে ফেলে দেওয়া হয়েছে কোনো স্ত্রীরোগ বিশেষজ্ঞের মতামত ছাড়াই। অপারেশনের সময়ও ছিল না কোনো কনসালটেন্ট। দুইজন ভূয়া ডাক্তার মিলেই অপারেশন করে ফেলেন। গত ১০ জুলাই সিজার করার সময় এ হাসপাতালে এক নবজাতক মারাও যায় বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগে হাসপাতালের দুই ভূয়া চিকিৎসককে ২ বছরের কারাদণ্ড এবং হাসপাতালটিকে ১০ লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে।

টপ নিউজ ভুয়া ডাক্তার

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

আরো

সম্পর্কিত খবর