Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে এবার লঞ্চ মালিকদের ধর্মঘট, বিপাকে যাত্রীরা


২৫ জুলাই ২০১৯ ১০:০৬ | আপডেট: ২৫ জুলাই ২০১৯ ১০:১৯

বরিশাল: যাত্রীদের অসুবিধার করা বিবেচনা নৌযান শ্রমিকরা লাগাতার কর্মবিরতি প্রত্যাহার করলেও ঢাকা-বরিশাল নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়নি। কারণ এবার লঞ্চ মালিক সমিতির ধর্মঘটের ডাক দিয়ে যান চলাচল বন্ধ রেখেছেন।

ফলে বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল থেকে অভ্যন্তরীণ রুটে চলাচল করা কোনো লঞ্চ গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়নি।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন তাদের ১১ দফা দাবি আদায়ে মঙ্গলবার (২৩ জুলাই) মধ্যরাত থেকে লাগাতার কর্মবিরতি শুরু করে। তবে যাত্রীদের কথা চিন্তা করে বুধবার (২৪ জুলাই) বিকেল থেকে শ্রমিকরা তাদের কর্মবিরতি তুলে নেন।

অন্যদিকে একই দিন বিকেলে লঞ্চ মালিক সমিতির নেতারা ঘোষণা দেন যে, শ্রমিকরা ইচ্ছামাফিক কর্মবিরতির নামে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়। এর প্রতিবাদে এবার তারা লঞ্চ চলাচল বন্ধ রাখবেন।

এদিকে দ্বিতীয় দিনের মতো লঞ্চ চলাচল বন্ধ থাকায় যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। বিকল্প পদ্ধতিতে ট্রলার ও স্পিডবোটে বাড়তি ভাড়া গুনে তাদের যেতে হচ্ছে গন্তব্যে।

টপ নিউজ লঞ্চ চলাচল লঞ্চ মালিকদের ধর্মঘট

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর