Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেফতার


২৪ জুলাই ২০১৯ ২২:৩০

নারায়ণগঞ্জ: নারায়ণগ‌ঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি উচ্চ বিদ্যালয় ৫ম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক শাহাবুদ্দিন আহম্মেদকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৪ জুলাই) দুপু‌রে সিদ্ধিরগঞ্জ আর্টি ওয়াবদা এলাকার ডিএনডি উচ্চ বিদ্যালয় থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। এর আগে, যৌন নির্যাতনের শিকার ওই ছাত্রীর মা বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানার ওসিকে জানান। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

বিজ্ঞাপন

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মীর শাহীন পারভেজ ওই স্কুল ছাত্রীর মায়ের বরাত দিয়ে জানান, সকালে  প্রতিদিনের মতো বিদ্যালয়টিতে কোচিং করতে যায় তার মেয়ে। সকাল ৯ টার দিকে বিদ্যালয়ের শিক্ষক শাহাবুদ্দিন ওই ছাত্রীকে শ্রেণিকক্ষ থেকে ডেকে তার রুমে নেয় ও যৌন হয়রানি করে। এ ঘটনা কাউকে বলতে না করে ওই শিক্ষক।

পরে ওই শিক্ষার্থী বাসায় এসে তার মাকে বিষয়টি বলে দেয়। তার মা বাদী হয়ে শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা করেন।

সারাবাংলা/এনএইচ

নারায়ণগঞ্জ যৌন হয়রানি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর