Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হত্যা মামলায় রাজশাহীতে সাঈদীর হাজিরা বৃহস্পতিবার


২৪ জুলাই ২০১৯ ২১:৪৪

ডিভিশন চেয়ে জামায়াত নেতা সাঈদীর রিট খারিজ করেছেন আদালত

রাজশাহী: মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলোওয়ার হোসেন সাঈদীকে রাবি ছাত্রলীগ নেতা ফারুক হোসেন হত্যা মামলায় বৃহস্পতিবার (২৫ জুলাই) রাজশাহীর আদালতে হাজির করার কথা রয়েছে। সাঈদীর হাজিরা উপলক্ষে বুধবার বিকেল (২৪ জুলাই) থেকেই আদালত চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে হাজিরা উপলেক্ষ গত সপ্তাহে তাকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। বুধবার কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন সাঈদীকে কারাগারে রাখার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মামলার বিষয়ে তিনি কিছু জানাতে রাজি হননি।

বিজ্ঞাপন

মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালের ৯ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা ছাত্রলীগ নেতা ফারুক হোসেনকে কুপিয়ে হত্যা করে তার মৃতদেহ সেফটিক ট্যাংকে ফেলে দেয়। এ ঘটনার মামলায় হুকুমদাতা হিসেবে দেলোওয়ার হোসেন সাঈদীসহ আসামি হন জামায়াতের শীর্ষ নেতারাও।

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ দেলোয়ার হোসেন সাঈদী রাজশাহী হাজিরা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর