Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে কন্যা শিশুকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন


২৪ জুলাই ২০১৯ ২১:২৫ | আপডেট: ২৪ জুলাই ২০১৯ ২১:৪৩

গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে নিজের কন্যা শিশুকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রায়ে দণ্ডপ্রাপ্তকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেয় আদালত।

বুধবার (২৪ জুলাই) সকালে গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম এল বি মেছবাহ উদ্দিন আহমেদ এ আদেশ দেন।

এসময় দণ্ড পাওয়া আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিল। সে শরীয়তপুরের কোদালপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে মো. আইনাল মিয়া।

মামলার বিবরণে জানা গেছে, টঙ্গীর এরশাদ নগর এলাকায় অভিযুক্ত আইনাল মিয়া ভাড়া বাসায় বসবাস করছিলেন। ছয় বছর আগে আইনাল মিয়ার স্ত্রী তার তিন মেয়েকে রেখে মারা গেলে তিনি দ্বিতীয় বিয়ে করেন। পরে দ্বিতীয় স্ত্রী চলে গেলে আইনাল মিয়া তার তিন মেয়েকে নিয়ে বসবাস করছিলেন। ২০১৫ সালের ১৫ এপ্রিল আইনাল মিয়া ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে তার ১২ বছর বয়েসী কন্যা শিশুকে ধর্ষণ করে। এভাবে বিভিন্ন সময় ওই শিশুকে ধর্ষণের ফলে মেয়েটি অন্তঃস্বত্তা হয়ে পড়ে।

বিষয়টি প্রতিবেশিদের নজরে পড়লে ছয় মাসের অন্তঃস্বত্তা ভিকটিমকে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে ওই ভিকটিম পিতার হাতে ধর্ষণের বিষয়টি স্বীকার করলে তার বাবা পালিয়ে যায়। পরে এঘটনায় মেয়েটির পক্ষে প্রতিবেশি রেখা বেগম বাদী হয়ে ওই বছরের ৩১ আগস্ট টঙ্গী মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলার পর টঙ্গী থানার উপপরিদর্শক পরিমল বিশ্বাস তদন্ত শেষে অভিযুক্ত আইনাল মিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘদিন শুনানী ও যুক্তিতর্ক শেষে আদালতের বিচারক এম এল বি মেছবাহ উদ্দিন আহমেদ বুধবার এ আদেশ দেন। আদালতের আদেশে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. শাহজাহান সন্তোষ প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআই

গাজীপুর ধর্ষণ বাবা যাবজ্জীবন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর