রাজশাহীতে বজ্রপাতে মৃত্যু
২৪ জুলাই ২০১৯ ২০:৪০ | আপডেট: ২৪ জুলাই ২০১৯ ২০:৪১
রাজশাহী: রাজশাহীতে বজ্রপাতে আব্দুল মান্নান (২৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন তার বড় ভাই আকরাম আলী। বুধবার (২৪ জুলাই) দুপুরে জেলার পুঠিয়া উপজেলার তেবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে পাট কাটার জন্য বিলে যান দুই ভাই। বৃষ্টির মধ্যেই দুপুরে পাট কাটার এক পর্যায়ে খাবারের জন্য জমির আইলে বসেন তারা।
এসময় বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান আব্দুল মান্নান। আর পাশে বসে থাকা বড় ভাই আকরামের শরীর ঝলসে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেছে।
সারাবাংলা/ এনএইচ