Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোবট অলিম্পিয়াডের রেজিস্ট্রেশন চলছে


২৪ জুলাই ২০১৯ ১৮:২৭ | আপডেট: ২৪ জুলাই ২০১৯ ১৮:২৮

ঢাকা: আগামী ৬-৭ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অনুষ্ঠিত হবে ‘দ্বিতীয় বাংলাদেশ রোবট অলিম্পিয়াড-২০১৯’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের উদ্যোগে এ রোবট অলিম্পিয়াডের আয়োজন করা হয়েছে।

অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে https://tinyurl.com/bdro2019 এই লিংক থেকে। রেজিস্ট্রেশন ফি শুধুমাত্র ‘বিকাশ’-এর মাধ্যমে দেওয়া যাবে। রেজিস্ট্রেশন চলবে ২০ আগস্ট পর্যন্ত।

বিজ্ঞাপন

এ বছর জাতীয় পর্বে মোট চার ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে- রোবট গ্যাদারিং, ক্রিয়েটিভ ক্যাটাগরি, রোবট ইন মুভি ও রোবটিক বুদ্ধি (কুইজ প্রতিযোগিতা)। রোবট গ্যাদারিং ও রোবটিক বুদ্ধি একক প্রতিযোগিতা এবং ক্রিয়েটিভ ক্যাটাগরি ও রোবট ইন মুভি দলগত প্রতিযোগিতা।

এর মধ্যে শুধু কুইজ প্রতিযোগিতাটি বাংলাদেশ রোবট অলিম্পিয়াড অংশের জন্য আয়োজিত হবে এবং অন্য তিনটি প্রতিযোগিতা থাইল্যান্ডের চিয়াংমাইয়ে অনুষ্ঠিতব্য ২১তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের দল গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত হবে। অলিম্পিয়াডের বিস্তারিত নিয়ম-কানুন জানা যাবে https://tinyurl.com/bdro2019booklet এই লিংকে।

প্রতিটি প্রতিযোগিতা জুনিয়র এবং চ্যালেঞ্জ (সিনিয়র) দুটি ভাগে বিভক্ত থাকবে। ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে যাদের জন্ম, তারা চ্যালেঞ্জ (সিনিয়র) গ্রুপে এবং যাদের জন্ম ২০০৭ থেকে ২০১২ সালের মধ্যে, তারা জুনিয়র গ্রুপে প্রতিযোগিতা করতে পারবে। একজন প্রতিযোগী কুইজসহ সর্বোচ্চ তিনটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।

অলিম্পিয়াড সম্পর্কিত যেকোন তথ্যের জন্য যোগাযোগ করুন ০১৩১৬-৮১৪৬৩৩ অথবা [email protected] এই ঠিকানায়।

বিজ্ঞাপন

এছাড়া মাসব্যাপী চলমান আঞ্চলিক এক্টিভেশন প্রোগ্রাম, কর্মশালাসহ যাবতীয় তথ্য জানা যাবে fb.com/bdrobotolympiad লিংকে।

সারাবাংলা/এমআই

টিএসসি রেজিস্ট্রেশন চলছে রোবট অলিম্পিয়ার্ড