Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈশ্বরগঞ্জের ৫ নং জাটিয়া ইউপি নির্বাচন বাতিল: হাইকোর্ট


২৪ জুলাই ২০১৯ ১৭:৫১

ঢাকা: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পাঁচ নং জাটিয়া ইউনিয়র পরিষদের (ইউপি) চেয়ারম্যান শামসুল হক ঝন্টুকে বহিষ্কারাদেশ অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এর ফলে তিনি চেয়ারম্যান পদে বহাল থাকছেন বলে জানিয়েছেন আইনজীবী।

বহিষ্কারাদেশ নিয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বুধবার (২৪ জুলাই) বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ রায় দিয়েছেন।

একই সঙ্গে ওই ইউনিয়ন পরিষদের উপনির্বাচনের তফসিল বাতিল করেছেন আদালত। ফলে (২৫ জুলাই) বৃহস্পতিবারে উপনির্বাচনের ভোট গ্রহণ আর হচ্ছে না।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার ফজলে নূর তাপস ও আইনজীবী পলাশ চন্দ্র রায়। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

পরে আইনজীবী পলাশ চন্দ্র রায় বলেন, হাইকোর্ট রুল যথাযথ ঘোষণা করে ইউপি চেয়ারম্যান শামসুল হক ঝন্টুকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বহিষ্কারাদেশ অবৈধ ও বাতিল ঘোষণা করেছেন। এরফলে তিনি চেয়ারম্যান পদে বহাল থাকছেন। তার বহিষ্কারের প্রেক্ষিতে জাটিয়া ইউনিয়নের উপনির্বাচন ঘোষণা করা হয়েছিল। তাও বাতিল ঘোষণা করা হয়েছে। ফলে তার বৃহস্পতিবারের উপনির্বাচন আর হচ্ছে না।

অন্যদিকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ বাশার বলেন, এ রায়ের বিষয়ে বিচার বিশ্লেষণ করে রাষ্ট্রের কেো স্বার্থ থাকলে আপিল করা হবে।

২০১৬ সালের ২৪ এপ্রিল ঈশ্বরগঞ্জের জাটিয়া ইউপির চেয়ারম্যান নির্বাচিত হন শামসুল হক ঝন্টু। পরে ইউপির সদস্যরা একত্রিত হয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থার সিদ্ধান্ত নেন। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি এ অনাস্থা আবেদন গ্রহণ করে শামসুল হক ঝন্টুকে চেয়ারম্যান পদ থেকে বহিষ্কারাদেশ জারি করে।

বিজ্ঞাপন

এ আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন বহিষ্কৃত চেয়ারম্যান। রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত মার্চ মাসে তার বহিষ্কারাদেশ কেন অবৈধ ও বাতিল ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেন আদালত। এ রুলের চূড়ান্ত শুনানি শেষে বুধবার রুলটি অ্যাবসুলেট বা যথাযথ ঘোষণা করেন।

সারাবাংলা/এজেডকে/এমআই

নির্বাচন হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর