কলেজ অধিভুক্তির সমস্যা সমাধানে কমিটি গঠন
২৪ জুলাই ২০১৯ ১৭:০২ | আপডেট: ২৫ জুলাই ২০১৯ ০৮:২৩
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানে ১০ সদস্য বিশিষ্ট একটি সুপারিশ কমিটি গঠন করেছে ঢাবি।
বুধবার (২৪ জুলাই) ঢাবির প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদকে আহ্বায়ক করে এই কমিটি গঠন হয়।
কমিটির উল্লেখযোগ্য সদস্যরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, কলা অনুষদের ডিন অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন, বিজ্ঞান অনুষদের ডিন ড. তোফায়েল আহমদ চৌধুরী, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, ঢাকা কলেজের অধ্যক্ষ, ইডেন কলেজের অধ্যক্ষ প্রমুখ। এছাড়া কমিটির সমন্বয়ক করা হয়েছে- ডাকুসুর ভিপি নুরুল হক নূর ও জিএস গোলাম রাব্বানীকে। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে কলেজ অধিভুক্তির বিষয়ে সুপারিশ দিতে বলা হয়েছে।
এদিকে গত ৩দিন ধরে ঢাবি অধিভুক্ত সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে ঢাবি শিক্ষার্থীরা।
সারাবাংলা/কেকে/এসজে/পিটিএম