Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ী আটক


২৪ জুলাই ২০১৯ ১৫:৩৯

জয়পুরহাট: জয়পুরহাটে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। জয়পুরহাট গোয়েন্দা পুলিশ এই তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (২৪ জুলাই) সকালে সদর উপজেলার সুক্তাহার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, মানিগঞ্জ জেলার সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের মৃত দেওয়ান আব্দুল খালেকের ছেলে দেওয়ান শাহিন (৪০) ও জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ভুইডোবা গ্রামের ইলিয়াস উদ্দিনের ছেলে মিজানুর রহমান (৩৮)।

জয়পুরহাট গোয়েন্দা পুলিশের পরির্দশক ফরিদ হোসেন সারাবাংলাকে জানান, আটক শাহিন ও মিজানুর দীর্ঘদিন ধরে অস্ত্র কেনা-বেচা করে আসছিল। সুক্তাহার এলাকায় অস্ত্র কেনা-বেচা হচ্ছে, এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ তাদের আটক করা হয়েছে।

সারাবাংলা/ওএম

অস্ত্র ব্যবসায়ী আটক গোয়েন্দা পুলিশ জয়পুরহাট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর