Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মাসেতু যারা চায় না তারাই গুজব রটানোর হোতা: তথ্যমন্ত্রী


২৪ জুলাই ২০১৯ ১৪:০১ | আপডেট: ২৪ জুলাই ২০১৯ ১৬:৩১

ঢাকা: পদ্মাসেতু যারা চায় না তারাই গুজব রটানোর হোতা বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, যারা গুজব রটাচ্ছে তাদের রাজনৈতিক পরিচয় জানা গেছে।

বুধবার (২৪ জুলাই) দুপুরে সচিবালয়ে তথ্যমন্ত্রীর নিজ কক্ষে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী আরও বলেন, যারা গুজব রটাচ্ছে তাদের অনেককে চিহ্নিত করেছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সেই তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে। অতীতেও তারা নৃশংস ঘটনা ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে।

তিনি বলেন, শিগগিরই চিহ্নিত ব্যক্তি বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গণপিটুনিতে অংশ নিয়ে যারা সাধারণ মানুষকে হত্যা করেছে ইতোমধ্যে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হচ্ছে।

সারাদেশে বন্যা পরিস্থিতি প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, বন্যা মোকাবিলা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করছে। বন্যা কবলিত এলাকায় আওয়ামী লীগ নেতারা ত্রাণ সমাগ্রী পৌঁছে দিচ্ছেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বন্যা মোকাবিলায় জাতীয় সংলাপের আহ্বান জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। অথচ তাদের কেউ মাঠে নেই। বিএনপি এবং গণফোরামের ত্রাণ সামগ্রী বিতরণ কেবল পত্রপত্রিকার মাধ্যেমে।

সংশ্লিষ্ট সংবাদ
বন্যা মোকাবেলায় জাতীয় সংলাপ অপরিহার্য: ড. কামাল হোসেন

সারাবাংলা/এএইচএইচ/এটি

গুজব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর