Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রূপপুরে বালিশকাণ্ড: ৩৪ কর্মকর্তা জড়িত, বিভাগীয় ব্যবস্থা


২৪ জুলাই ২০১৯ ১৩:৫৯

ঢাকা: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম জানিয়েছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে গ্রিন সিটি আবাসন প্রকল্প দুর্নীতিতে ৩৪জন জড়িত বলে প্রমাণ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বুধবার (২৪ জুলাই) সচিবালয়ে তার নিজ কক্ষে সাংবাদিকদের মন্ত্রী এ কথা জানান। তদন্ত প্রতিবেদনের তথ্য উল্লেখ করে তিনি জানান, রূপপুর বিদ্যুৎকেন্দ্রের আবাসন প্রকল্প দুর্নীতিতে অভিযুক্ত পাওয়া গেছে ৩৪ জন। জড়িতদের মধ্যে চারজন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের, বাকিরা গণপূর্ত মন্ত্রণালয়ের।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, ‘এর মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের চারজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সুপারিশ করা হয়েছে। আর গণপূর্ত মন্ত্রণালয়ের জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হবে। গণপূর্তের বাকি যারা অবসরে গেছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া ঠিকাদার তিনটা প্রতিষ্ঠানের কাছ থেকে ৩৬ কোটি ৪০ লাখ ৯ হাজার টাকা উদ্ধার করা হবে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আমাদের মন্ত্রণালয়ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে। কিন্তু যারা উন্নয়নের গতিকে ধ্বংস করার চেষ্টা করছে, তাদের নির্মূল করা হবে।’

তিনি আরও বলেন, ‘দুইটি তদন্ত কমিটি রূপপুর দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করেছে। তদন্তকারীদের বলা হয়েছিলো, তদন্ত যেনো সুষ্ঠু হয় ও অভিযুক্ত কাউকে কোন ছাড় দেয়া না হয়’

সারাবাংলা/এএইচএইচ/ওএম

অভিযুক্ত ৩৪ দুর্নীতি বালিশকাণ্ড রূপপুর

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর