Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই কর্মসূচিতে ১৪ কোটি ইউরো দিচ্ছে ইইউ


২৪ জুলাই ২০১৯ ১২:৩১ | আপডেট: ২৪ জুলাই ২০১৯ ১২:৫১

ঢাকা: বাংলাদেশের দুটি কর্মসূচিতে ১৪ কোটি ২০ লাখ ইউরো অনুদান দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। এর মধ্যে ১ কোটি ইউরো খরচ হবে সরকারি আর্থিক ব্যবস্থাপনা উন্নয়ন এবং ১৩ কোটি ২০ লাখ ইউরো ব্যয় হবে সামাজিক নিরাপত্তা কার্যক্রম নিরাপত্তা।

বুধবার (২৪ জুলাই) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একটি অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মনোয়ার আহমেদ এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেঞ্জি তেরিং।

বিজ্ঞাপন

ইআরডির সচিব মনোয়ার আহমেদ বলেন, বাংলাদেশ সরকার সবসময় সরকারি আর্থিক ব্যবস্থাপনা ও জাতীয় সামাজিক নিরাপত্তা খাতে ইউরোপিয় ইউনিয়নের দীর্ঘমেয়াদি সমর্থনকে স্বীকার করে। আমরা উন্নয়ন সহযোগীদের সাথে আমাদের অংশীদারিত্ব আরো শক্তিশালী করার মাধ্যমে ২০৩০ সালের মধ্যে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে অবদান রাখতে বদ্ধ পরিকর।

রাষ্ট্রদূত রেঞ্জি তেরিং বলেন, সরকারি আর্থিক ব্যবস্থাপনা ও সামাজিক সুরক্ষা খাত বাংলাদেশে ইউরোপিয় ইউনিয়নের সহযোগীতার মৌলিক ক্ষেত্রগুলিকে প্রতিনিধিত্ব করে। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে এ খাতগুলো অগ্রাধিকার হিসেবে বিবেচিত।

চুক্তি সই অনুষ্ঠানে জানানো হয়, গত কয়েক দশকে বাংলাদেশ উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। অন্তর্ভূক্তিমূলক উন্নয়নের জন্য বাংলাদেশকে আরো অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে এবং নতুন সামর্থ্য অর্জন করতে হবে। মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার বিষয়টিও অনেকটা এ প্রতিবন্ধকতাগুলো মোকাবিলার উপর নির্ভর করে।

সারাবাংলা/জেজে/জেএএম

ইইউ ইইউরোপিয় ইউনিয়ন ইউরো

বিজ্ঞাপন

টিভি শো উপস্থাপনায় তাহসান
২২ জানুয়ারি ২০২৫ ১৭:৩৪

আরো

সম্পর্কিত খবর