Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বর্জ্য ব্যবস্থাপনাই বড় চ্যালেঞ্জ: স্থানীয় সরকারমন্ত্রী


২৪ জুলাই ২০১৯ ১২:১০

ঢাকা: বর্জ্য ব্যবস্থাপনাকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেছেন, ‘দেশের নদী ও খালগুলো দূষণে নষ্ট হয়ে যাচ্ছে। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের বর্জ্য ব্যবস্থাপনা একটি অন্যতম বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার কাজ করে যাচ্ছে।’

বুধবার (২৪ জুলাই) বুধবার দু’দিনের গুড প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন ফোরামের সম্মেলনের উদ্বোধনীতে তিনি এসব কথা বলেন। রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে সহযোগিতা দিচ্ছে এডিবি। সভাপতিত্ব করেন এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে অন্যান্য দেশের তুলনা করলে হবে না। এটি ঘনবসতিপূর্ণ একটি দেশ। এত মানুষের জন্য খাদ্য সরবরাহ করাটাই আগে প্রধান চ্যালেঞ্জ ছিল। কিন্তু এখন সে অবস্থা নেই।

কোনো একটি প্রকল্প নেওয়ার প্রসঙ্গে মন্ত্রী বলেন, যেকোনো প্রকল্পের ডিজাইন তৈরিই হচ্ছে অন্যতম বিষয়। কেননা ডিজাইন ভাল হলে বাস্তবায়ন এবং পরবর্তীতে সেই প্রকল্প থেকে ভাল ফলও পাওয়া যায়।

মনমোহন প্রকাশ বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে বলেন, ধারাবাহিকভাবে জিডিপি বাড়ছে। জিডিপি প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে মডেল। ২০১৯ সালের প্রবৃদ্ধিতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে এগিয়ে। তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ দ্বিতীয়, সবজি রপ্তানীতে তৃতীয়, ধান উৎপাদনে চতুর্থ আর আম উৎপাদনে সপ্তম। বাংলাদেশের গড় আয়ু দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি। বিশেষ করে নারীদের গড় আয়ু আরো বেশি।

আগামীতে বাংলাদেশের যোগাযোগ খাতে আরও সহায়তা বাড়াতে চায় এডিবি। এক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে রেল যোগাযোগ। কেননা রেল ব্যয় সাশ্রয়ী এবং নিরাপদ যোগাযোগ মাধ্যম। তিনি জানান, বাংলাদেশের প্রকল্প বাস্তবায়নে গতি বেড়েছে। অর্থ ছাড়ও বাড়ছে। এডিবি ইতোমধ্যেই বাড়তি সহায়তা দিচ্ছে।

বিজ্ঞাপন

ইআরডির সচিব মনোয়ার আহমেদ বলেন, এডিবি বিভিন্ন খাতে ২৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। দেশের দারিদ্র নিরসনে ভূমিকা রেখেছে এডিবি। এই ফোরাম অভিজ্ঞতা ও জ্ঞান অর্জনের অন্যতম মাধ্যম।

দু’দিনের এই সম্মেলনে ভারত, ভুটান, ইন্দোনেশিয়া, নেপাল এবং শ্রীলংকার প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতাও তুলে ধরা হবে।

সারাবাংরা/জেজে/জেএএম

বর্জ্য ব্যবস্থাপনা স্থানীয় সরকারমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর