Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ডেঙ্গু রোধে কার্যকর ওষুধ আসছে, ২ মেয়রকে দায়িত্বশীল হতে বলেছি’


২৪ জুলাই ২০১৯ ১২:১৯ | আপডেট: ২৪ জুলাই ২০১৯ ১২:২৩

ঢাকা: ডেঙ্গু প্রতিরোধে পাশ্ববর্তী দেশ থেকে কার্যকর ওষুধ আনতে স্বাস্থ্যমন্ত্রীকে বলা হয়েছে  বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এ বিষয়ে ঢাকার দুই মেয়রকে আরও দায়িত্বশীল হতে বলেছি।

বুধবার (২৪ জুলাই) সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা  বলেন।

দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্রের জবাবে ওবায়দুল কাদের বলেন,ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় দেশের হাসপাতালগুলোতে প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। ডেঙ্গু মোকাবিলায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং ঢাকার উত্তর ও দক্ষিণ দুই সিটি করপোরেশনের মেয়রদের সঙ্গে আমি  আলোচনা করেছি।

তিনি বলেন, পাশ্ববর্তী দেশ থেকে কার্যকর ওষুধ আনতে স্বাস্থ্যমন্ত্রীকে বলা হয়েছে। এছাড়া দুই মেয়রকে আরও দায়িত্বশীল হতে বলেছি।

এসময় মেয়রদের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, সরকারের কাছে যথেষ্ট ওষুধ রয়েছে। এ প্রকোপও নিয়ন্ত্রণে চলে আসবে জানিয়ে মন্ত্রী  ডেঙ্গু প্রতিরোধে আরও সচেতন হতে সবাইকে আহ্বান জানান।

সারাবাংলা/ এএইচএইচ/জেডএফ 

ওষুধ টপ নিউজ ডেঙ্গু প্রতিরোধ

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর