Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে ছুরিকাঘাতে স্কুল শিক্ষিকার মৃত্যু


২৪ জুলাই ২০১৯ ১০:৫১

নাটোর: নাটোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে লতিফা হেলেন মুঞ্জুয়ারা নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ জুলাই) রাত ১১ টার দিকে গুরুদাসপুরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের গোপিনাথপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শওকত রানা লাবু জানান, গুরুদাসপুর উপজেলার বৃকাশো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা লতিফা হেলেন নাজিরপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে তার মায়ের বাড়িতে অবস্থান করছিলেন। রাত ১০ টার দিকে তার মা পাশের বাড়িতে গেলে দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে এলোপাথারি ছুরিকাঘাত করে পাশের পুকুরে ফেলে দিয়ে পালিয়ে যায়। বাড়ি ফিরে লতিফার মা পুরো বাড়িতে রক্ত দেখে চিৎকার করলে প্রতিবেশিরা এসে খোঁজাখুঁজির পর পুকুর থেকে লাশ উদ্ধার করে পুলিশে খবর দেয়।

সারাবাংলা/ওএম

ছুরিকাঘাত নাটোর শিক্ষিকার মৃত্যু