Saturday 19 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাপান সাগরে রাশিয়া-চীন যৌথ বিমান মহড়া, আতঙ্কে দক্ষিণ কোরিয়া


২৪ জুলাই ২০১৯ ১০:০৩

চীনের সাথে প্রথমবারের মত যৌথ বিমান মহড়ায় অংশ নিয়েছে রাশিয়া। মঙ্গলবার (২৩ জুলাই) স্থানীয় সময় সকালে দক্ষিণ কোরিয় সীমানায় মহড়ার বিমান গুলো ঢুকে পড়ার জবাবে জাপান এবং দক্ষিণ কোরিয়াও তাদের যুদ্ধ বিমানের মহড়া করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।

পূর্ব পরিকল্পনা অনুযায়ী রাশিয়ার অন্তত চারটি বোমারু বিমান ও ফাইটার জেট এ মহড়ায় অংশ নেয়। মহড়াটি জাপান সাগর এবং পূর্ব চীন সাগরের উপর দিয়ে অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

তবে, জাপান এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে মালিকানা নিয়ে বিরোধপূর্ণ তাকেশিমা দ্বীপে প্রবেশের পর, এই যৌথ মহড়া নিয়ে সীমানা লঙ্ঘনের অভিযোগ জানায় দক্ষিণ কোরিয়া।

এরপরই দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে মেশিন গান সতর্কতা জানিয়ে দেওয়া হয় এবং জাপানের পক্ষ থেকে এ ধরনের ঘটনার প্রতিবাদ জানানো হয়।

কিন্তু, রাশিয়ার পক্ষ থেকে সীমানা লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করা হয়েছে।

চলতি বছরেই কয়েকদফা রাশিয়া এবং চীনের বোমারু বিমান উল্লেখিত তাকেশিমা দ্বীপের সীমানায় প্রবেশ করেছিল। এবারই প্রথম দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে রাশিয়ার বিরুদ্ধে সীমানা লঙ্ঘনের অভিযোগ উঠল।

সারাবাংলা/একেএম

 

 

চীন জাপান তাকেশিমা দক্ষিণ কোরিয়া যৌথ মহড়া রাশিয়া

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার ২৮ শহরে ‘দাগি’
১৯ এপ্রিল ২০২৫ ১৮:০২

আরো

সম্পর্কিত খবর