রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু
২৪ জুলাই ২০১৯ ০৮:১৪ | আপডেট: ২৪ জুলাই ২০১৯ ১৩:১২
ঢাকা: রাজধানীর প্রগতি সরণীর কোকোকোলা এলাকায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়েছে। চালকসহ আহত হয়েছে আরও দুইজন। নিহতরা হলেন বেলাল হোসেন (৩০) ও শ্যামল (৩৫)। আহত সিএনজি চালকের নাম আবু সাঈদ (৩৫), আরেক যাত্রীর পরিচয় এখনও জানা যায়নি। ভাটারা থানা পুলিশ এই তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার (২৪ জুলাই) ভোর সোয়া ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক সারাবাংলাকে জানান, ভোর সোয়া ৬টার দিকে কোকাকোলা মোড়ে যাত্রীবাহী সিএনজিটি ইউটার্ন নিচ্ছিলো। এসময় দ্রুতগতির একটি নাইট কোচ সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি তৎক্ষণাৎ দুমড়েমুচড়ে যায়। পরে পথচারীরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দু’জনের মৃত্যু হয়। আর আহত দু’জনের মধ্যে সিএনজি চালক আবু সাইদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও আরেক যাত্রী কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
তিনি আরও জানান, সিএনজিকে চাপা দিয়েই বাসটি পালিয়ে গেছে। ময়না তদন্তের জন্য লাশ দুইটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/একে