Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মশার ওষুধ অকার্যকর কিনা তা পরীক্ষা করবে আইইডিসিআর’


২৪ জুলাই ২০১৯ ০৬:০০ | আপডেট: ২৪ জুলাই ২০১৯ ১৫:২৬

ঢাকা: মশা নিধনে সিটি দক্ষিণ করপোরেশনের (ডিএসসিসি) ওষুধ অকার্যকর বলে যে তথ্য এসেছে তা সঠিক নয় বলে দাবি করছেন মেয়র সাঈদ খোকন। তিনি বলেন, ‘ওষুধ অকার্যকর কিনা সেটি সরকারের অনুমোদিত প্রতিষ্ঠান আইইডিসিআর পরীক্ষা করে আমাদের জানাবে।’

মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে নগর ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, ‘ওষুধ আংশিকভাবে কার্যকর কিংবা অকার্যকর তা নিয়ে অনেক তর্ক, আলোচনা-সমালোচনা রয়েছে। এটি নিরসন করার জন্য দক্ষিণ করপোরেশন সিদ্ধান্ত নিয়েছে সরকারের মেন্ডট প্রাপ্ত সংস্থা আইইডিসিআরকে মশার ওষুধ সরবরাহ করব। তারা পরীক্ষা-নিরীক্ষা করে যে সিদ্ধান্ত দেবে সেই অনুযায়ী ব্যবস্থা নেব।’

তিনি আরও বলেন, ‘যদি ওষুধের কোন একটি অংশ অকার্যকর থাকে তাহলে সেটি রিপ্লেস করে দিবে আইইডিসিআর। এরপর আমরা তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে পাঠাব। তাদের প্রেসক্রিপশন অনুযায়ী করণীয় ঠিক করা হয়েছে। আইসিডিডিআরবির এবং সিডিসিপি যৌথভাবে যে গবেষণা করেছে সেখানে দক্ষিণ সিটি করপোরেশনের ওষুধের নমুনা ব্যবহার করা হয়নি।’

আইসিডিডিআরবির সহকারী বৈজ্ঞানিক ড. শফিকুল আলম বলেন, ‘মশা নিধনের ওষুধের তিন প্রকার উপাদান থাকে। আমরা এই তিন প্রকার মধ্যে একটি উপাদান নিয়ে গবেষণা করেছি।’

এরপর সাংবাদিকেরা একাধিক প্রশ্ন করলেও কোনো উত্তর না দিয়েই মেয়র তাকে রুমের ভেতরে নিয়ে যান। এর কিছুক্ষণ পর আবার সংবাদ সম্মেলনের স্থানে আসেন মেয়র। তখন তিনি এক প্রশ্নের জবাবে বলেন, ‘অনেকাংশে আমরা নগরবাসীকে কাঙ্ক্ষিত সেবা দিতে পারছি না। তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।’

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা শরিফ আহমেদ, আইসিডিডিআরবির এবং সিডিসিপি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে প্রায় দুইঘণ্টাব্যাপী বিদ্যমান মশার ওষুধের কার্যকারিতা এবং মশক নিয়ন্ত্রণের লক্ষ্যে নতুন ওষুধ নির্ধারণ সংক্রান্ত বিষয়ে বৈঠকে বসেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। বৈঠকে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর), আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআরবি), প্ল্যান প্রোটেকশন উইং, স্বাস্থ্য অধিদপ্তরসহ মোট ১০টি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসএইচ/একে/জেডএফ

ডিএসসি ঢাকা দক্ষিণ মশা সাঈদ খোকন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর