Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই: ফখরুল


২৪ জুলাই ২০১৯ ০০:০০ | আপডেট: ২৪ জুলাই ২০১৯ ০১:৪০

বক্তব্য রাখছেন মির্জা ফখরুল

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ভূয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে কে বা কারা বিভিন্ন ধরনের মন্তব্য, বক্তব্য ও মতামত প্রকাশ করছেন। বিষয়টি দৃষ্টিগোচর হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাফ জানিয়ে দিয়েছেন, তার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই।

মঙ্গলবার (২৩ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, আমার নামে আবারও ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন বক্তব্য, মন্তব্য, মতামত প্রকাশ করা হচ্ছে। আমি অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই যে, আমি কখনো কোনো ফেসবুক অ্যাকাউন্ট খুলিনি এবং আমার কোনো ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট নেই।’

বিজ্ঞাপন

‘সুতরাং এই ভুয়া অ্যাকাউন্টের কোনো মতামতের সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই এবং এর কোনো দায়-দায়িত্ব আমার নয়। যারা ভুয়া অ্যাকাউন্ট খুলে আমার নামে ব্যবহার করছেন তারা অন্যায় ও অনৈতিক কাজ করছেন। আমি আশা করব, এই জঘন্য কাজ থেকে তারা বিরত থাকবেন।’

এ ব্যাপারে ফেসবুক কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগেও বিএনপির মহাসচিবের নামে কয়েকটি ভূয়া অ্যাকাউন্ট খুলে বিভিন্ন ধরনের মন্তব্য, বক্তব্য, মতামত ও প্রতিক্রিয়া প্রকাশ করা হচ্ছিল। সে সময় এ ব্যাপারে পল্টন থানায় একটা সাধারণ ডায়রি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সারাবাংলা/এজেড/একে

টপ নিউজ ফখরুল ফেসবুক ফেসবুক আইডি বিএনপি ভুয়া ফেসবুক

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর