লঙ্কা সিরিজে অভিজ্ঞ শফিউল
২৩ জুলাই ২০১৯ ২৩:৩০ | আপডেট: ২৪ জুলাই ২০১৯ ০০:১৭
ঢাকা: সিরিজের আনুষ্ঠানিকতা এরইমধ্যে শুরু হয়ে গেছে। তিন ম্যাচ সিরিজের ওয়ানডের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচটিও শেষ। অপেক্ষা এখন মূল সিরিজের। ঠিক তার আগে বিসিবি থেকে ঘোষণা এল, লাল সবুজের দলে ফেরানো হয়েছে অভিজ্ঞ পেসার শফিউল ইসলামকে।
মঙ্গলবার (২৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থাটি তার ফেরা নিশ্চিত করেছে।
দলে তো চোটের ঘটনা ঘটেনি। তাহলে কেন হুট করে শফিউলকে দলে অন্তর্ভুক্ত করা হলো? জানতে চাওয়া হলে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানান, টিম ম্যানেজমেন্টের চাওয়াতেই তাকে স্কোয়াডে ডাকা হয়েছে।
শফিউল ইসলাম টাইগারদের হয়ে সবশেষে খেলেছিলেন ২০১৬ সালের অক্টোবরে। এর পরেও অবশ্য দলে ডাক পেয়েছেন। কিন্তু একাদশে নামা হয়নি।
সারাবাংলা/এমআরএফ/একে