চট্টগ্রামের হালিশহরে বস্তিতে আগুন, মা-মেয়ের মৃত্যু
২৩ জুলাই ২০১৯ ২২:১৬ | আপডেট: ২৪ জুলাই ২০১৯ ০০:২৮
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর বন্দর থানার মধ্যম হালিশহরের বস্তিতে আগুন লেগে শিউলি আক্তার নাসিমা (৩৫) ও তার মেয়ে লামিয়ার (৬) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় হালিশহরের বাকের আলী ফকিরের এলাকায় বস্তির হায়দার ও মাহবুব কলোনিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান চট্টগ্রামের ফয়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ উদ্দিন চৌধুরী।
ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে বন্দর থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানান, দুটি লাশ উদ্ধার করা হয়েছে। লাশ দুটি পুরোপুরি পুড়ে গেছে।
ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত। আগুনে অন্তত ৯টি ঘর পুড়ে গেছে।
সারাবাংলা/আরডি/এনএইচ