Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মগবাজারে দোকানে বিস্ফোরণ, ২ সাংবাদিকসহ দগ্ধ ৪


২৩ জুলাই ২০১৯ ২১:৩৯ | আপডেট: ২৪ জুলাই ২০১৯ ০০:৫৩

ঢাকা: রাজধানীর মগবাজার চৌরাস্তায় একটি দোকানে বিস্ফোরণে দুই সাংবাদিক দগ্ধ হয়েছে। মঙ্গলবার (২৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে বিস্ফোরণটি ঘটে।

দগ্ধ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন, এসএ টেলিভিশনের বার্তা সম্পাদক মোস্তফা মনোয়ার সুজন (৪৪) ও অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ-এর স্পেশাল করেসপন্ডেন্ট ফজলুল হক শাওন (৫৪)।

আহত শাওন জানায়, সন্ধ্যায় তারা দুজন মগবাজার চৌরাস্তায় তাদের এক বন্ধুর দোকান দেখতে যায়। দোকানের সাটার খুলে বৈদ্যুতিক সুইচ দেওয়ার সময় দোকানের ভিতরে বিস্ফোরণ হলে তারা দগ্ধ হন। পরে ঘরোয়া হোটেলের এক কর্মচারী তাদেরকে বার্ন ইউনিটে নিয়ে আসেন।

ঢামেক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের মেডিকেল অফিসার ডা. মেহেরুন্নেসা লিজা জানায়, দুজনেরি মুখ মন্ডলসহ দুই হাত দ্গ্ধ হয়েছে। এর মধ্যে শাওনের শ্বাসনালীসহ ২৪ শতাংস ও সুজনের ১১ শতাংশ দগ্ধ হয়েছে।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম জানায়, ধারণা করা হচ্ছে, সুয়ারেজ লাইন বিস্ফোরণ হয়ে তারা দগ্ধ হয়েছে। এই ঘটনায় ফলের দোকানদার ও তার ছেলে দগ্ধ হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এমআই

বিস্ফোরণ মগবাজার

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর