Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুজব রটিয়ে ভ্যান চালককে গণপিটুনি, ছয়জন গ্রেফতার


২৩ জুলাই ২০১৯ ২১:১৮

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় ছেলেধরা গুজব রটিয়ে এক ভ্যান চালককে গণপিটুনি দেওয়ায় স্থানীয় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, গত রাতে (সোমবার) টাঙ্গাইলের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এরা হলেন মাঈনুল হক, প্রভাত চন্দ্র , শিশির আহম্মেদ খান, আল-আমিন ইসলাম, মিজানুর রহমান এবং ওমর মিয়া।

শফিকুল ইসলাম বলেন, রোববার দুপুরে কালিহাতি উপজেলার সয়া গ্রামে ছেলেধরা গুজব রটিয়ে মিনু মিয়া নামে এক ভ্যান চালক গণপিটুনি দেয় গ্রেফতার ব্যক্তিরা। ওই ঘটনায় মিনুর ভাই রাজিব হোসেন কালিহাতি থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেছিলেন।

সারাবাংলা/এটি

গণপিটুনি

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর