ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থদের আইনের আওতায় আনার দাবি
২৩ জুলাই ২০১৯ ২২:৪০ | আপডেট: ২৩ জুলাই ২০১৯ ২২:৫৪
ঢাকা: রাজধানী থেকে সারাদেশে ডেঙ্গু ছড়িয়ে পড়ার জন্য যারা দায়ী, তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন পরিবেশবিদরা। মঙ্গলবার (২৩ জুলাই) পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) মিলনায়তনে আয়োজিত ‘দেশব্যাপী ডেঙ্গুর বিস্তার: জাতীয় কর্মপরিকল্পনার প্রয়োজনীয়তা’- শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে তারা এ দাবি জানান।
আবর্জনার ছবি তুলে ‘হ্যাশট্যাগ ডেঙ্গু’ লিখে পোস্টের আহ্বান
ডেঙ্গুর উৎপাদনস্থান কার্যকরীভাবে ধ্বংস করা হলে এ রোগের প্রকোপ কমে আসবে বলেও জানিয়ে এর জন্য একটি সমন্বিত জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন জরুরি বলে মনে করেন তারা।
এ বিষয়ে বক্তারা বলেন, এডিস মশার উৎপাদনস্থান ধ্বংস করতে নাগরিকদের পাশাপাশি সিটি করপোরেশনের ওয়ার্ডভিত্তিক কর্মকর্তাদের দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। এ জন্য সংক্রামক ব্যাধি আইন-২০১৮ এবং সিটি করপোরেশন আইনের অধীনে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ আইন অনুসারে যেসব ব্যক্তি নিজেদের বাড়ি পরিষ্কার করেছেন না তাদের শাস্তি ও সংস্থাগুলোর দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে।
এই আইন অনুসারে অনুর্ধ্ব ৩ মাস কারাদন্ড বা অনুর্ধ্ব ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান আছে বলে জানান জনস্বাস্থ্য আইন বিশেষজ্ঞ সৈয়দ মাহবুবুল আলম। তিনি বলেন, ‘এই আইন প্রয়োগের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণে উৎপাদনস্থল ধ্বংসে ব্যক্তির পাশাপাশি সংস্থাগুলোর দায়বদ্ধতা নিশ্চিত করা সম্ভব।’
পবার সভাপতি আবু নাসের খান বলেন, ‘২০০০ সালের দিকে ডেঙ্গুর প্রকোপ শুরু হয় শুধু রাজধানীতে। কিন্তু এডিস মশার প্রজনন স্থল পুরোপুরি ধ্বংস করতে না পারায় এখন সারাদেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই রোগ।’ এই দায়িত্বে অবহেলার জন্য দায়ী সংশ্লিষ্ট সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
ডা. লেলিন চৌধুরি বলেন, দেশব্যাপী ডেঙ্গুজ্বরের বিস্তার ভয়াবহ অবস্থায় পৌঁছেছে। গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায় মোট ২৬ জন মৃত্যুবরণ করেছে। এর মধ্যেই জানা গেছে ঢাকার দুই সিটি করপোরেশন মশা মারার জন্য যে ওষুধ ছিটিয়ে আসছিল তা মশার বিরুদ্ধে কার্যকর নয়।’
পবার চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পবার যুগ্মসাধারণ সম্পাদক ডা. লেলিন চৌধুরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাউস পিয়ারী, পরিচালক ডাব্লিউবিবি ট্রাস্ট; সৈয়দ মাহবুবুল আলম তাহিন, সম্পাদক পবা; মেসবাহউদ্দিন আহমেদ সুমন, গ্রিন ফোর্স; কবি কামরুজ্জামান ভূইয়া, প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেন, বাংলাদেশ নিরাপদ পানি আন্দোলন মাহাবুবুল হক, বিসিএইচআরডি মো. মুসা খান রানা পবা গাজীপুর, মো. আকরাম হোসেন, পবা গাজিপুরসহ অনেকে।
সারাবাংলা/আরএফ/এমআই