কুষ্টিয়ায় গুজব রটিয়ে গণপিটুনি, দুই মামলায় ৩৪ জন গ্রেফতার
২৩ জুলাই ২০১৯ ২০:১৬
কুষ্টিয়া: কুষ্টিয়া সদর ও দৌলতপুর উপজেলায় ছেলেধরা গুজব রটিয়ে দুইজনকে গণপিটুনি দেওয়ার অপরাধে ৩৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুলাই) সংশ্লিষ্ট দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম খান জানান, হাসিনা খাতুনের (৬০) মানসিক সমস্যা রয়েছে। তিনি পথ চিনতে পারেন না। গতকাল (সোমবার) তিনি উপজেলার শিতলাইপাড়া গ্রামে জামাইয়ের বাড়িতে বেড়াতে আসেন। পথ ভুলে যাওয়ায় হাসিনা খাতুন একই রাস্তায় হাঁটছিলেন। এতে স্থানীয়দের সন্দেহ হয় তিনি ছেলেধরা। এলাকাবাসী মারধর করার সময় পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে।
এই ঘটনায় হাসিনা খাতুনের জামাই রনি বাদী হয়ে হত্যাচেষ্টা মামলা দায়ের করেছেন। ওই মামলায় এখন পর্যন্ত ২০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান আজম খান।
সোমবার দুপুরেই কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকায় শহীদুল নামে বেদে সম্প্রদায়ের এক যুবককে ছেলেধরা সন্দেহে মারধর করা হয়।
কুষ্টিয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, পুলিশ শহীদুলকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে। এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) আনোয়ার বাদী হয়ে হত্যাচেষ্টা মামলা দায়ের করেছেন। সেই মামলায় এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
সারাবাংলা/এটি