আবর্জনার ছবি তুলে ‘হ্যাশট্যাগ ডেঙ্গু’ লিখে পোস্টের আহ্বান
২৩ জুলাই ২০১৯ ১৯:৩৯ | আপডেট: ২৩ জুলাই ২০১৯ ২২:৪২
ঢাকা: সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হ্যাশট্যাগ’ ##ডেঙ্গু লিখে পোস্ট করে সিটি করপোরেশনের দৃষ্টি আকর্ষণ করার আহ্বান জানিয়েছেন জনস্বাস্থ্য আইন বিশেষজ্ঞ সৈয়দ মাহবুবুল আলম তাহিন।
মঙ্গলবার (২৩ জুলাই) পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) মিলনায়তনে ‘দেশব্যাপী ডেঙ্গুর বিস্তার: জাতীয় কর্মপরিকল্পনার প্রয়োজনীয়তা’- শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আবর্জনার ছবি তুলে ‘হ্যাশট্যাগ ডেঙ্গু’ লিখে পোস্টের আহ্বান
ব্যক্তিগতভাবে নিজেদের বাসস্থান ও চারপাশ পরিষ্কার রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কোথাও ময়লা জমে থাকলে সেটার ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাশট্যাগ ডেঙ্গু লিখে পোস্ট করে সিটি করপোরেশনের দৃষ্টি আকর্ষণ করতে হবে।’
তিনি আর বলেন, ‘এডিস মশার বংশবৃদ্ধি রোধে আমাদের চারপাশ পরিষ্কার রাখার বিকল্প নাই। এই ক্ষেত্রে সিটি করপোরেশনকেই উদ্যোগ নিতে হবে।’
মাহবুবুল আলম বলেন, ‘সবার হাতে এখন মুঠোফোন আছে। তাই চাইলেই এটা করা সম্ভব।’ এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমকে অনেকটা ‘প্যারাসিটামল’ জাতীয় ওষুধ উল্লেখ করে তিনি বলেন, ‘আবর্জনা পরিষ্কারে সিটি করপোরেশনের কর্মীদের গাফিলতি দূর করতে এটা কাজে দেবে।’
পুরান ঢাকার পরিবেশকর্মী ক্যামেলিয়া বলেন, ‘সদরঘাটসহ ঢাকা শহরজুড়ে প্রচুর ডাব বিক্রি হয়। ক্রেতারা এসব ডাব খেয়ে খোসা যেখানে সেখানে ফেলে রাখেন। ডাবের খোসাসহ অন্যান্য আবর্জনা রাস্তাঘাটে ফেলে রাখা হচ্ছে। এই চিত্র সারা ঢাকার অলিগলিতেও দেখা যায়। সিটি করপোরেশন কর্মীরা বড় রাস্তা পরিষ্কার করলেও অলি গলি সেভাবে আবর্জনা সেভাবে পরিষ্কার করছে না।’ এ ক্ষেত্রে এই ক্যাম্পেইনটি কাজে আসবে বলেও মনে করেন তিনি।
এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ ও গাইড লাইন অনুযায়ী ডেঙ্গু নির্মূলের কর্ম পরিকল্পনা প্রণীত হতে পারে বলে জানান বক্তারা।
অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), ডব্লিউবিবি ট্রাস্ট, গ্রীন ফোর্স, বানিপা ও বিসিএইচআরডি।
সারাবাংলা/আরএফ/এটি/এমআই