Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উসকানিমূলক পোস্টে লাইক দিয়ে চাকরি গেল ২ পুলিশের!


২৩ জুলাই ২০১৯ ১৮:৩৪ | আপডেট: ২৩ জুলাই ২০১৯ ২০:২২

আলেক্সান্দ্রিয়া ওকাসিও কর্তেজ

যুক্তরাষ্ট্রের কংগ্রেসওম্যান আলেক্সান্দ্রিয়া ওকাসিও কর্তেজকে গুলি করে হত্যার উসকানিমূলক ফেসবুক পোস্টে লাইক দেওয়ায় লুইসিয়ানায় দুই পুলিশ অফিসারের চাকরি চলে গেছে! এছাড়া, স্থানীয় পুলিশ বিভাগ এই ঘটনাকে বিব্রতকর বলে উল্লেখ করেছে। মঙ্গলবার (২৩ জুলাই) সংবাদমাধ্যম বিবিসির খবরে একথা জানানো হয়।

স্থানীয় গ্রেটনা পুলিশ ডিপার্টমেন্টের প্রধান আর্থার লসন দুই পুলিশকে বহিষ্কারের কথা নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, একটা স্যাটায়ার ওয়েবসাইটে কর্তেজকে উদ্ধৃতি দিয়ে মিথ্যা কথা বলা হয় যে, ডেমোক্র্যট আইনপ্রণেতারা ভাবেন আর্মিদের পিছনে বাড়তি খরচ হচ্ছে। সেই  প্রতিক্রিয়া জানাতে গিয়ে দুই পুলিশ অফিসার এই কাণ্ড ঘটিয়েছেন।

বিজ্ঞাপন

নিউইয়র্ক থেকে নির্বাচিত যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ কংগ্রেসওম্যান ওকাসিও কর্তেজ প্রেসিডেন্ট ট্রাম্প ও রিপাবলিকানদের কট্টর সমালোচক হিসেবে পরিচিত। তিনি ইতোমধ্যে তরুণ সমাজে জনপ্রিয়তা পেয়েছেন।

গ্রেটনা পুলিশপ্রধান আর্থার লসন বলেন, পুলিশ অফিসারদের শেখানো হয়েছে কিভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে হবে। তবু তারা অপেশাদারের মতো কাজ করেছেন।

সারাবাংলা/এনএইচ

আলেক্সান্দ্রিয়া ওকাসিও কর্তেজ পুলিশ ফেসবুক পোস্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর