Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদালতে এনামুল বাছির


২৩ জুলাই ২০১৯ ১৪:২৬ | আপডেট: ২৩ জুলাই ২০১৯ ১৫:৩৪

ঢাকা: পুলিশের বিতর্কিত উপ মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান মিজানের কাছ থেকে ঘুষ নেলদেনের অভিযোগের মামলায় ‍দুর্নীতি দমন কমিশনের বরখাস্ত হওয়া পরিচালক খন্দকার এনামুল বাছিরকে আদালতে হাজির করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুলাই)  বেলা ২ টার সময় তাকে হাজির করা হয়।

দুপুরে ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েসের আদালতে এ মামলার শুনানি  হবে।

আরও পড়ুন: দুদকের এনামুল বাছির গ্রেফতার

গত ১৬ জুলাই সাবেক এই দুদক কর্মকর্তাকে বাছিরের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন দুদক পরিচালক শেখ মো. ফানাফিল্যা।

সোমবার (২২ জুলাই) রাজধানীর মিরপুর দারুস সালাম এলাকার একটি বাসা থেকে রাত সাড়ে ১০টায় দুদকের পরিচালক মো. ফানাফিল্যার নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে এনামুল বাছিরকে গ্রেফতার করে।

ঘুষ লেনদেনের অভিযোগে সাময়িক বরখাস্ত পুলিশের ডিআইজি মিজানুর রহমান গ্রেফতার হওয়ার কিছুদিন পর এনামুল বাছিরকে গ্রেফতার করা হয়।

গত ১৬ জুলাই দুদক ওই দুইজনের বিরুদ্ধে মামলা করে। দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনে দায়ের করা এ মামলার এজাহারে বলা হয়, অবৈধ সম্পদ অর্জনের দায় থেকে বাঁচার জন্য ডিআইজি মিজানুর অসৎ উদ্দেশ্যে ৪০ লাখ টাকা ঘুষ দিয়ে খন্দকার এনামুল বাছিরকে প্রভাবিত করেন। রাজধানীর রমনা পার্কে এই অর্থ লেনদেন করা হয়।

এক নারীকে জোর করে বিয়ের পর নির্যাতন চালানোর অভিযোগ ওঠায় গত বছরের জানুয়ারিতে ডিএমপির অতিরিক্ত কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হয় মিজানকে। এর চার মাস পর তার সম্পদ অনুসন্ধানে নামে দুদক। সেই অনুসন্ধানের দায়িত্ব পান কমিশনের পরিচালক এনামুল বাছির।

বিজ্ঞাপন

মিজানের বিরুদ্ধে অনুসন্ধান চলার মধ্যেই ডিআইজি মিজান গত ৮ জুন দাবি করেন এনামুল বাছির তার কাছ থেকে ৪০ লাখ টাকা ঘুষ নিয়েছেন। পরে এ বিষিয়ে তাদের কথপোকথনের কয়েকটি অডিও ক্লিপ গণমাধ্যমে প্রচারিত হয়। অভিযোগটি অস্বীকার করে বাছির দাবি করেন, তার কণ্ঠ নকল করে ডিআইজি মিজান কিছু ‘বানোয়াট’ রেকর্ড একটি টেলিভিশনকে সরবরাহ করেছেন।অন্যদিকে ডিআইজি মিজান বলেন, সব জেনে শুনেই তিনি বাধ্য হয়ে কাজটি করেছেন।

ঘুষের অভিযোগ ওঠার পর তাদের দুজনকেই সাময়িক বরখাস্ত করা হয়। পাশাপাশি দেশত্যাগে জারি করা হয় নিষেধাজ্ঞা।অভিযোগ খতিয়ে দেখতে দুদক পরিচালক ফানাফিল্যাকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়।

সারাবাংলা/এআই/জেডএফ

আদালত দুদক বাছির

বিজ্ঞাপন

নতুন বছরে টেকনোর নজরকাড়া অফার
৯ জানুয়ারি ২০২৫ ১৮:১০

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর