‘গুজব ছড়িয়ে গণপিটুনির ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না’
২৩ জুলাই ২০১৯ ১৪:১৯ | আপডেট: ২৩ জুলাই ২০১৯ ১৬:০৭
ঢাকা: যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে গণপিটুনির মত ঘটনা ঘটাবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার (২৩ জুলাই) সচিবালয়ে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাড্ডায় গত ২০ তারিখ গণপিটুনিতে এক মায়ের নিহতের ঘটনায় যারা জড়িত আছে ভিডিও ফুটেজ দেখে তাদের সনাক্ত করা হচ্ছে। এরইমধ্যে মোবাইলের ভিডিও ফুটেজ দেখে ৭ জনকে আটক করা হয়েছে। এছাড়া সারাদেশে গুজব ছড়ানোর অভিযোগে আটক হয়েছে আরও ৮১ জন। ’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘কেউ গুজবে কান দেবেন না। সন্দেহ হলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানান। ৯৯৯-এ ফোন করুন। ’
তিনি জানান, স্কুল এবং মসজিদ-মাদরাসায় সচেতনতামূলক প্রচার চালাতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া গণপিটুনিতে হত্যার মামলার চার্জশিট দ্রুত দেওয়া হবে। মামলা দ্রুত নিষ্পত্তি করা হবে। এসব ঘটনা কোনো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কি না তাও খুঁজে বের করা হবে।
সারাবাংলা/পিটিএম