Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই মাসের মধ্যে ফিটনেসবিহীন গাড়ির সনদ নিতে হবে: হাইকোর্ট


২৩ জুলাই ২০১৯ ১৩:৪৩ | আপডেট: ২৩ জুলাই ২০১৯ ১৩:৪৫

ঢাকা: আগামী দুই মাসের মধ্যে ফিটনেসবিহীন গাড়ীর জন্য সনদ নেওয়া না হলে তা বন্ধের নির্দেশ দেবেন হাইকোর্ট। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিআরটিএ’কে নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৩ জুলাই) হাইকোর্টে প্রতিবেদন দিয়ে এমন তথ্য জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) আইনজীবী রাফিউল ইসলাম।

তিনি জানান, রাজধানীসহ সারাদেশে লাইসেন্স নিয়ে ফিটনেস নবায়ন না করা গাড়ীর সংখ্যা ৪ লাখ ৭৯ হাজার ৩ শ ২০ টি। শুধু ঢাকা বিভাগে ২ লাখ ৬১ হাজার ১১ টি গাড়ি ফিটনেসবিহীন।

এছাড়া চট্টগ্রাম বিভাগে ১ লাখ ১৯ হাজার ৫শ ৮৮টি, রাজশাহী বিভাগে ২৬ হাজার ২ শ ৪০, রংপুর বিভাগে ৬ হাজার ৫শ ৬৮টি, খুলনা বিভাগে ১৫ হাজার ৬ শ ৬৮টি, সিলেট বিভাগে ৪৪ হাজার ৮শ ৫ এবং বরিশাল বিভাগে ৫ হাজার ৩ শ ৩৮টি গাড়ি ফিটনেসবিহীন।

সারাবাংলা/এজেডকে/জেএএম

টপ নিউজ ফিটনেস সনদ ফিটনেসবিহীন গাড়ি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর