Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ভাঙচুর


২৩ জুলাই ২০১৯ ১২:২১

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে হাসপাতাল ভাঙচুর করেছেন তারা স্বজনরা। সোমবার (২২ জুলাই) রাত ১০ টার দিকে রায়পুর মাতৃছায়া হাসপাতালে এ ঘটনা ঘটে।

মৃত রোগীর নাম আলী হায়দার (৬০)। তিনি রায়পুর উপজেলার রাখালিয়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

আলী হায়দারের স্বজন মো. হারুন জানান, সোমবার বিকেল ৩ টার দিকে স্থানীয় মরকম আলী সর্দার বাড়ীর সামনের দোকানে চা পান করছিলেন আলী হায়দার। এসময় হঠাৎ মাটিতে লুটে পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে রায়পুর মাতৃছায়া হাসপাতালে ভর্তি করা হয়। পরে মাতৃছায়া হাসপাতালের আবাসিক চিকিৎসক সৈয়দ সাখাওয়াত হোসেন রোগীর ডায়রিয়া হয়েছে জানিয়ে ব্যবস্থাপত্র দেন। তবে সেখানে রোগীর অবস্থার অবনতি হলে দ্রুত তাকে চাঁদপুর ডায়রিয়া হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন ওই চিকিৎসক। কিছুক্ষণ পরেই চিকিৎসক জানান, রোগীর মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তির স্বজনদের অভিযোগ, আলী হায়দার স্ট্রোক করেছিলেন। আর তাকে দেওয়া হয়েছিল ডায়রিয়ার চিকিৎসা। মাতৃছায়া হাসপাতালের আবাসিক চিকিৎসক সৈয়দ সাখাওয়াত হোসেন ভুল চিকিৎসা দেওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে। তারা ওই চিকিৎসককে আসামি করে মামলা করবেন বলেও জানান।

এ বিষয়ে হাসপাতালের ব্যবস্থাপক মো. তুহিন চৌধুরী জানান, আলী হায়দারকে ডায়রিয়ার রোগী হিসেবেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেইমতোই চিকিৎসা দিয়ে চাঁদপুর হাসপাতালে পাঠানো হয়েছিল। পরে সেই রোগী মারা যান এবং তার স্বজনরা এসে হাসপাতালে ভাঙচুর করেন। বিষয়টি পুলিশকে জানালে তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

বিজ্ঞাপন

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তোতা মিয়া জানান, ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ এনে স্বজনরা হাসপাতালে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্বজনদের অভিযোগও তারা শুনেছেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।

সারাবাংলা/এসএমএন

ভাঙচুর ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ হাসপাতাল ভাঙচুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর