সুন্দরবনে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ ‘দস্যুর’ মৃত্যু
২৩ জুলাই ২০১৯ ১১:৪৩
মোংলা: সুন্দরবনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজনের মৃত্যু হয়েছে। র্যাবের দাবি, নিহত আব্দুল খালেক ও বেল্লাল হোসেন বনদস্যু বাহিনীর সদস্য।
মঙ্গলবার (২৩ জুলাই) ভোরে সুন্দরবনের জোংড়াখাল এলাকায় এই ঘটনা ঘটে।
র্যাব-৮ এর অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট খান সজিব আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে জোংড়াখাল এলাকায় অভিযানে যায় র্যাব-৮ এর একটি দল। র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় বনদস্যুরা। আত্মরক্ষায় র্যাবও পাল্টা গুলি ছোঁড়ে। এক পর্যায়ে বনদস্যুরা পালিয়ে গেলে ঘটনাস্থলে দুইজনের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।
নিহতরা হলেন খালেক বাহিনীর প্রধান আবদুল খালেক ও তার সেকেন্ড ইন কমান্ড বেল্লাল হোসেন। এই র্যাব কর্মকর্তার দাবি, ঘটনাস্থল থেকে বনদস্যুদের ফেলে যাওয়া দেশি বিদেশি ১০ টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাল গোলাবারুদ পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
সারাবাংলা/এসএমএন