Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেশা করতে নিষেধ করায় স্ত্রীকে কুপিয়ে হত্যা


২৩ জুলাই ২০১৯ ১০:০৭

নওগাঁ: নওগাঁর ধামইরহাট উপজেলার রামরামপুর তেলিপাড়া গ্রামে স্বামীর ধারালো হাঁসুয়ার কোপে সাবিনা (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (২২ জুলাই ) রাত ৯ টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিহতের স্বামী নূর মোহাম্মদ (৩৮) পলাতক।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম বলেন, নূর মোহাম্মদ নেশা করতেন। গতরাতে নেশাগ্রস্ত অবস্থায় তিনি বাড়ি ফেরেন। নেশা করা নিয়ে স্ত্রী সাবিনার সঙ্গে তখন তার ঝগড়া হয়। এক পর্যায়ে সাবিনাকে মারতে শুরু করেন তিনি। মারপিটের সময় ধারালো হাসুয়া দিয়ে স্ত্রীর পিঠে কোপ দেন নূর মোহাম্মদ। এতে ধারালো হাঁসুয়ার কোপে ঘটনাস্থলেই মারা যান সাবিনা। এসময় প্রতিবেশীরা ছুটে আসলে পালিয়ে যান নূর মোহাম্মদ।

ওসি জাকিরুল ইসলাম আরও জানান, খবর পেয়ে দ্রুত তারা ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে সাবিনার মৃতদেহ উদ্ধার করা হয়। পলাতক নূর মোহাম্মদকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সারাবাংলা/এসএমএন

 

কুপিয়ে হত্যা নেশা নেশাগ্রস্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর