বিপৎসীমার ওপরে সুরমা-কুশিয়ারা, সিলেটে বন্যার শঙ্কা
২৩ জুলাই ২০১৯ ০৯:২৯ | আপডেট: ২৩ জুলাই ২০১৯ ০৯:৩৭
সিলেট: গত দুই দিনের টানা বৃষ্টিতে আবারও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমা ও কুশিয়ারা নদীর পানি। সিলেটে ৪টি পয়েন্টে সুরমা-কুশিয়ারা নদীর পানি বেড়ে যাওয়ায় ফের বন্যার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তবে বন্যা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
পানি উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শহীদুজ্জামান সারাবাংলাকে বলেন, ‘কুশিয়ারার পানি যেহেতু বাড়ছে, বন্যার আশঙ্কা তো আছেই। তবে এখন পর্যন্ত আগের মতো বড় বন্যার কোনো পূর্বাভাস পাওয়া যায়নি। বৃষ্টি বন্ধ হলেই পানি নেমে যাবে।’
সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (উপপরিচালক, স্থানীয় সরকার বিভাগ) মীর মোহাম্মদ মাহবুবুর রহমান সারাবাংলাকে বলেন, ‘অলরেডি আমরা বন্যা মোকাবিলা করতেছি। জাতীয় আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী আগস্টের মাঝামাঝি সময়ে বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই পূর্বাভাস অনুযায়ী আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি।’
সোমবার (২২ জুলাই) বিকেল ৩টায় পানি উন্নয়ন বোর্ড সিলেট অঞ্চলের কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত রিডিং অনুযায়ী সিলেটের কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ১০০ সেন্টিমিটার, অমলশিদ পয়েন্টে ১৯ সেন্টিমিটার, শেওলা পয়েন্টে ১০ সেন্টিমিটার ও শেরপুরে বিপদসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে কুশিয়ারা নদীর পানি। তবে সিলেটে সুরমা, লোভা ও সারি নদীর পানি বৃদ্ধি পেলেও এখনো বিপৎসীমা অতিক্রম করেনি।
শুধুমাত্র সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে বিপৎসীমার কাছাকাছি চলে আসছে। বৃষ্টি হলে পানি বেড়ে বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।
সারাবাংলা/এমও