Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমানবন্দর এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় এক নারীকে উদ্ধার


২২ জুলাই ২০১৯ ২৩:২৬

ঢাকা: রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত এক নারীকে উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর পরনে ছিল প্রিন্টের সালোয়ার কামিজ।

সোমবার (২২ জুলাই) রাত পৌনে আটটার দিকে বিমানবন্দর থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পদ্মা অয়েল সংলগ্ন ফুটপাত থেকে ওই নারীকে উদ্ধার করে পুলিশ। পরে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত আহত নারীর নাম ঠিকানা জানা সম্ভব হয়নি।

বিমানবন্দর থানার ওসি (অপারেশন) মো. মুক্তারুজ্জামান জানান, ঢাকা-ময়মনসিংহ সড়কের ফুটপাত থেকে মহিলাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে এখনও তা জানা যায়নি। তার গলায় বড়ধরনের আঘাত রয়েছে। ওই নারী কথা না বললে এ বিষয়ে জানা খুব কঠিন।

ঢামেকের নিউরো সার্জারি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. দীপক প্রাণ রায় জানান, আহত নারীর মাথা, গলা ও হাতে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। তবে তার গলার আঘাতটা গুরুতর এবং আশংকাজনক।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

উদ্ধার নারী বিমানবন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর