Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিন্দু-বৌদ্ধ -খ্রিস্টান পরিষদ থেকে প্রিয়া সাহা সাময়িক বহিষ্কার


২২ জুলাই ২০১৯ ২১:৩৮ | আপডেট: ২২ জুলাই ২০১৯ ২১:৫৭

ঢাকা: যুক্তরাষ্টের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ -খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির পদ থেকে প্রিয়া সাহাকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে।

সোমবার (২২ জুলাই) রাতে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রানাদাশ গুপ্ত সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রানাদাশ গুপ্ত বলেন, ‘নিয়ম না মেনে সংগঠনবিরোধী কাজ করায় প্রিয়া সাহাকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সোমবার সংগঠনের এক সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। খুব শিগগিরই এ সিদ্ধান্ত কার্যকর হবে। এছাড়া পরশু (বুধবার) এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

সম্প্রতি হোয়াইট হাউজে আয়োজিত এক অনুষ্ঠানে ধর্মীয় নিপীড়নের শিকার বিশ্বের ১৯টি দেশের ২৭ জনের সঙ্গে কথা বলেন ট্রাম্প। এই ২৭ জনের মধ্যে ছিলেন বাংলাদেশের প্রিয়া সাহা ও কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে যাওয়া এক রোহিঙ্গা নাগরিক। ওই কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে প্রিয়া সাহাকে বাংলাদেশে সংখ্যালঘুদের অবস্থা সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পের কাছে অভিযোগ করতে দেখা গেছে। এমনকি বাংলাদেশের সংখ্যালঘুদের বাঁচাতে তিনি ট্রাম্পকে অনুরোধও করেন।

আরও পড়ুন:

‘পিরোজপুরে জমি-ঘর নেই প্রিয়া সাহার, পুড়িয়ে দেওয়ার প্রশ্ন ওঠে না’
প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন খারিজ
প্রিয়া সাহার বক্তব্যে মার্কিন দূতাবাসের দুরভিসন্ধি দেখছেন জয়
প্রিয়া সাহার বক্তব্য মিথ্যা: আইনমন্ত্রী
প্রিয়া সাহার বক্তব্য দেশদ্রোহী: তথ্যমন্ত্রী
‘প্রিয়া সাহার অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে মার্কিন দূতাবাস’
‘প্রিয়া সাহাকে আইনের আওতায় আনতে কাজ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়’
দেশে ফিরলেই প্রিয়া সাহাকে জিজ্ঞাসাবাদ: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রিয়া সাহার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে: কাদের
‘ট্রাম্পের কাছে প্রিয়া সাহার অভিযোগ চক্রান্তের অংশ’
প্রিয়া সাহাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে: কাদের

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ প্রিয়া সাহা বহিষ্কার সাময়িক

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর