Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খেলাপি ঋণ তদারকিতে বিশেষ সেল গঠনের নির্দেশ


২২ জুলাই ২০১৯ ১৯:৫৭ | আপডেট: ২২ জুলাই ২০১৯ ২০:৫০

ঢাকা: শীর্ষ ঋণখেলাপি ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোতে তদারকির জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। অর্থমন্ত্রণালয়ের এক চিঠির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানা গেছে। নির্দেশনায় সব ব্যাংকের শীর্ষ ১০০ জন ঋণখেলাপি অথবা ১০০ কোটি টাকার বেশি ঋণ নিয়ে খেলাপি হয়েছেন এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে তদারকির নির্দেশ দেওয়া হবে। এ বিষয়ে তদারকির জন্য প্রতিটি ব্যাংককে একটি বিশেষ সেল গঠনের নির্দেশ দিয়ে শিগগিরই একটি প্রজ্ঞাপন জারি করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।

বিজ্ঞাপন

এ ব্যাপারে সোমবার (২২ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘অর্থমন্ত্রণালয় থেকে আমাদের একটা চিঠি দেওয়া হয়েছে। ওই চিঠিতে বলা হয়েছে, যাদের ১০০ কোটি টাকার বেশি খেলাপি ঋণ রয়েছে এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণগুলো আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে ঋণগুলো নিবিড় পর্যবেক্ষণ করতে বলা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ব্যাংকগুলো তিন মাস পর পর আমাদের কাছে তথ্য দেয়। আমরা ব্যাংকগুলোর কাছে এই জাতীয় তথ্য চাই যে, বড় ঋণগুলোর হাল হকিকত কি; কতটুকু আদায় হয়েছে বা কি প্রক্রিয়ায় রয়েছে।’সি

সিরাজুল ইসলাম বলেন, ‘শিগগিরই এ বিষয়ে আমরা একটি প্রজ্ঞাপন জারি করব। কিভাবে খেলাপি ঋণ উদ্ধার করা যায়, সে বিষয়ে আমরা একটি কার্যকর পদক্ষেপ নেব। এ বিষয়ে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের একটি সার্কুলার হবে। তবে সেটি এখনও হয়নি।’

উল্লেখ্য, চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত দেশে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ১০ হাজার ৮৭৩ কোটি ৫৪ লাখ টাকা। যা বিতরণকৃত ঋণের ১১ দশমিক ৮৭ শতাংশ। এর আগে ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত খেলাপি ঋণ ছিল ৯৩ হাজার ৯১১ কোটি টাকা বা ১০ দশমিক ৩০ শতাংশ। চলতি বছরের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) দেশে খেলাপিঋণ বেড়েছে ১৬ হাজার ৯৬২ কোটি ৫৪ লাখ টাকা। এছাড়া গত ডিসেম্বর পর্যন্ত অবলোপনের মাধ্যমে ব্যাংকের হিসাবের খাতা থেকে বাদ দেওয়া হয়েছে নিট ৪০ হাজার ১০১ কোটি টাকা। এ ঋণ যোগ করলে দেশে খেলাপিঋণের প্রকৃত পরিমাণ দাঁড়ায় ১ লাখ ৫০ হাজার ৯৭৪ কোটি টাকা।

সারাবাংলা/জিএস/পিটিএম

খেলাপি ঋণ টপ নিউজ তদারকি সেল গঠন

বিজ্ঞাপন

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর