Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামের চাক্তাই খাল থেকে ৬৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ


২২ জুলাই ২০১৯ ১৯:১৪

চট্টগ্রাম ব্যুরো: জলাবদ্ধতা নিরসনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ চট্টগ্রাম নগরীর চাক্তাই খালের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়েছে। অবৈধ দখলের মাধ্যমে চাক্তাই খাল প্রায় ভরাট হয়ে যাওয়ায় চট্টগ্রাম নগরীর বড় অংশ বৃষ্টি হলে জলমগ্ন হয়ে পড়ে বলে মত সংশ্লিষ্টদের।

এ নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনার পর সোমবার (২২ জুলাই) সকাল ১১টার দিকে চাক্তাই খালের বহদ্দারহাট অংশে উচ্ছেদ অভিযান শুরু হয়। জলাবদ্ধতা নিরসনে মেগাপ্রকল্প বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এই অভিযান শুরু করেছে। প্রথমদিনের অভিযানে ৬৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলে জানিয়েছেন সিডিএ কর্মকর্তারা।

বিজ্ঞাপন

সিডিএতে দায়িত্বরত স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুল আলম চৌধুরী এ অভিযানে নেতৃত্ব দিয়েছেন।

সিডিএর সহকারী প্রকৌশলী হামিদুল হক জানিয়েছেন, চাক্তাইখালে ১৩২টি অবৈধ স্থাপনা আছে। এরমধ্যে ১৭টি বহুতল ভবন, ৬৭টি টিনশেড ও ৪৮টি কাঁচা ঘর।

প্রথমদিন চাক্তাইখালের চারটি জায়গায় অভিযান চালানো হয়েছে। চাক্তাই খালের বহদ্দারহাট, বাড়ইপাড়া, সিরাজদ্দৌলা রোডের মাছুয়া ঝর্ণা ও সাবেরিয়া সেতু এলাকা থেকে ৬০ থেকে ৬৫টি স্থাপনা উচ্ছেদ করা হয়। খালের আড়াই থেকে তিন কিলোমিটার অংশে অবৈধ দখলমুক্ত করা হয়েছে। এরমধ্যে বহুতল ও কাঁচা-পাকা ঘর রয়েছে। সকাল ১১টায় শুরু হওয়া অভিযান চলে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত।

এর আগে চট্টগ্রাম নগরীর রাজাখালী খাল থেকে ২৬টি অবৈধ স্থাপনা ও নোয়াখাল থেকে ১৫টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল।

চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনের জন্য ৫ হাজার ৬১৬ কোটি ৪৯ লাখ ৯০ হাজার টাকার একটি প্রকল্প ২০১৭ সালে একনেকে পাশ হয়। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) তত্ত্বাবেধানে সেনাবাহিনীর সহায়তা নিয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। ২০১৭ সালের ১ জুলাই থেকে ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদকাল ধরা হয়। ২০১৮ সালের ২৮ এপ্রিল থেকে খালের আবর্জনা অপসারণের মধ্য দিয়ে শুরু হয় প্রকল্পের কার্যক্রম।

বিজ্ঞাপন

খালের ওপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ কাজ শুরু হয়েছে গত ২ জুলাই। চট্টগ্রাম নগরীর ৫৭টি খালের মধ্যে ১৩টি খালের ওপর ১৫৭৬টি অবৈধ স্থাপনা চিহ্নিত করে অভিযানে নেমেছে সিডিএ।

সারাবাংলা/আরডি/এমআই

উচ্ছেদ চাক্তাই খাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর