Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রিয়ার বক্তব্য অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত’


২২ জুলাই ২০১৯ ১৭:৪৩ | আপডেট: ২২ জুলাই ২০১৯ ১৭:৪৪

ঢাকা: ট্রাম্পের কাছে দেওয়া প্রিয়া সাহার বক্তব্য বানোয়াট, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে হিন্দু-বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। তার বক্তব্যকে ষড়যন্ত্রের অংশ হিসেবে চিহ্নিত করে এর তীব্র প্রতিবাদ ও নিন্দাও জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।

সোমবার (২২ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে হিন্দু-বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে প্রিয়া সাহার দেওয়া বক্তব্যের প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের ভাইস চেয়ারম্যান সুব্রত পাল।

বিজ্ঞাপন

সুব্রত পাল বলেন, ‘ট্রাম্পের কাছে করা প্রিয়া সাহার অভিযোগ বাস্তবসম্মত নয়। ৩ কোটি ৭০ লাখ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ধর্মের মানুষ উধাও হয়েছে, এ তথ্য বানোয়াট, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত। দেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের নিকট বিচার চাওয়া গ্রহণযোগ্য হতে পারে না। আমরা সম্মিলিতভাবে প্রিয়া সাহার বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।’

তিনি বলেন, ‘প্রিয়া সাহার বক্তব্য দেশের শুভবোধসম্পন্ন সব মানুষের আবেগ ও অনুভূতিতে আঘাত করেছে। দেশের সব মানুষ তার এই অপকর্মের ধিক্কার ও নিন্দা করছে। প্রিয়া সাহার বক্তব্যের পরিপ্রেক্ষিতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্ররোচনাকারী গোষ্ঠী ব্যক্তিদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের প্রতি অনুরোধ করছি।’

এক প্রশ্নের উত্তরে সুব্রত পাল বলেন, ‘অবশ্যই এটা রাষ্ট্রদ্রোহিতার শামিল। তদন্ত সাপেক্ষে আমরা তার বিচার দাবি করছি।’ পরে একই বিষয়ে আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘রাষ্ট্রদ্রোহিতা কিনা তা আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করে দেখবে। আমরা এটাকে ষড়যন্ত্রের অংশ মনে করি।’

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সংগঠনের ভাইস চেয়ারম্যান সুপ্তভূষণ বড়ুয়া, ট্রাস্টি ও সচিব নির্মল রোজারিওসহ সংগঠনের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: গবেষণার তথ্য বিকৃত করেছেন প্রিয়া সাহা: আবুল বারকাত

সারাবাংলা/ইএইচটি/এমও

প্রিয়া সাহা হিন্দু-বৌদ্ধ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর