২৪ ঘণ্টায় হাসপাতালে ৪০৩ ডেঙ্গু রোগী, ভেঙেছে রেকর্ড
২২ জুলাই ২০১৯ ১৭:১৮ | আপডেট: ২ অক্টোবর ২০২১ ১৩:৫৮
ঢাকা: ২৪ ঘণ্টায় সারাদেশের বিভিন্ন হাসপাতালে ৪০৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আর এ সংখ্যা ভেঙেছে আগের সব রেকর্ড। এটি ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে হাসপাতালে ভর্তি হওয়া সর্বোচ্চ রোগীর সংখ্যা বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
সোমবার (২২ জুলাই) বাংলাদেশ স্বাস্থ্য অধিদফতরের সহকারি পরিচালক (হেলথ ইমার্জেন্সী অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম) আয়েশা আক্তার সারাবাংলাকে এই তথ্য নিশ্চিত করেন। ডেঙ্গু আক্রান্ত এই ৪০৩ জন রোগীর মধ্যে ৪০১ জন ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন।
আরও পড়ুন: ডেঙ্গু: দুই সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে তলব
স্বাস্থ্য অধিদফরের হিসেব অনুযায়ী, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ৮৩ জন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিডফোর্ড হাসপাতালে ৩৮ জন, ঢাকা শিশু হাসপাতাল ১২ জন , শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল ৩৩ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ৪৫ জন,শাহবাগ বারডেম হাসপাতালে ৯ জন, রাজারকবাগ পুলিশ হাসপাতালে ১৫ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ২৮ জন।
গতকাল সকাল ১০ টা থেকে আজ সকাল ১০ টা পর্যন্ত বিজিবি হাসপাতালে (পিলখানা) ডেঙ্গু রোগী ভর্তি ৫ জন। ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন বলে তথ্য দিয়েছে মহাখালী স্বাস্থ্য অধিদফতর।
এদিকে, একদিনে ঢাকার বিভিন্ন বেসরকারি হাসপাতালে ১২৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল ২১,ইবনে সিনায় (ধানমন্ডি) ১১, স্কয়ার হাসপাতালে ৭ জন, ধানমন্ডি সেন্ট্রাল হাসপাতালে ১৮, গ্রীন লাইফ হাসপাতালে ৮, কাকরাইল ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ১১, ইউনাইটেড হাসপাতালে ৮ জন, খিদমা হাসপাতালে (খিলগাঁও) ৪ জন রোগী ভর্তি আছেন।
এছাড়া ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৯ জন, সালাউদ্দিন হাসপাতালে ১৩, পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন রোগী ভর্তি আছেন। এদিকে ঢাকার বাইরে ডেঙ্গু আক্রান্ত হয়ে খুলনার হাসপাতালে ২ জন ভর্তি আছেন । এদিকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫ জন মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
সারাবাংলা/ এসবি/জেডএফ