বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে ইউনিয়ন আ.লীগ সভাপতির মৃত্যু
২২ জুলাই ২০১৯ ১৪:৪৮
বান্দরবান: বান্দরবানে এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত নেতার নাম মংমং থোয়াই মারমা (৫০)। তিনি রোয়াংছড়ির তারাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
সোমবার (২২জুলাই) দুপুর দেড়টার দিকে বান্দরবান-রোয়াংছড়ি সড়কের শামুকছঝিড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দুপুরে রোয়াংছড়ি থেকে বান্দরবান সদরে আসার পথে শামুকঝিড়ি এলাকায় সন্ত্রাসীরা মংমং থোয়াইকে পাঁচটি গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বান্দরবান সদর হাসপাতালের ডাক্তার চিংম্রাসা বলেন, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছিল। ফলে তাদের আর কিছু করার ছিল না।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, তারা খবর পেয়েছেন। এখন ঘটনাস্থলের দিকে যাচ্ছেন। সেখানে গিয়ে বিস্তারিত বলতে পারবেন।
সারাবাংলা/এসএমএন