Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যার চেষ্টা


২২ জুলাই ২০১৯ ১৪:০৯

মাগুরা: মাগুরা সদর উপজেলায় স্ত্রী ও ১০ মাস বয়সী সন্তানের গলা কেটে হত্যার পর এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে পারনান্দুয়ালী রায়পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তির নাম বিট্টু। তার বিরুদ্ধে স্ত্রী পুন্ন (২০) ও ছেলে মানবকে হত্যার অভিযোগ উঠেছে।

মাগুরার পুলিশ সুপার খান মো. রেজোয়ান জানান, বিট্টু হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। তবে পুন্নকে বিয়ে করার জন্য তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তাদের সংসারে ১০ মাস আগে জন্ম নেয় মানব। ধর্ম ত্যাগ করায় বিট্টুকে পরিবার থেকে মেনে নেয়নি। তাই তারা সদর উপজেলার পারনান্দুয়ালী রায়পাড়া এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। তবে বিষয়টি নিয়ে প্রায়ই দুজনের মধ্যে কথাকাটাকাটি হতো। ধারণা করা হচ্ছে, এমনই পারিবারিক কলহের জের ধরে সোমবার সকালে ধারালো বটি দিয়ে স্ত্রী ও শিশু সন্তানকে হত্যা করেন বিট্টু। এরপর একই বটি দিয়ে নিজের গলায়ও আঘাত করে। পরে স্থানীয়রা টের পেয়ে গুরুতর আহত বিট্টুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান পুলিশ সুপার।

সারাবাংলা/এসএমএন

আত্মহত্যার চেষ্টা টপ নিউজ স্ত্রী-সন্তানকে হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর