দ্বিতীয় দিনের মতো ক্লাস বর্জন ঢাবি শিক্ষার্থীদের, ভবনে ভবনে তালা
২২ জুলাই ২০১৯ ১৩:২০
ঢাকা: সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (২১ জুলাই) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, ব্যবসায় শিক্ষা অনুষদ, কলা ভবন, সামাজিক বিজ্ঞান অনুষদে তালা দেন আন্দোলনকারীরা।
আন্দোলনের ফলে গতকাল প্রোভিসি অধ্যাপক মুহাম্মদ সামাদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিনিধিরা ডাকসু নেতাদের বৈঠকে বসেন। বৈঠক শেষে সাংবাদিকদের জানানো হয়, সাত কলেজ অধিভুক্তি বাতিলের এখতিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নেই।
তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ায় ঘোষণা দেন শিক্ষার্থীরা। আন্দোলনের দ্বিতীয় দিনে সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী ও মুক্তিযুদ্ধ মঞ্চের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
সকালে মুক্তিযুদ্ধ মঞ্চের আহ্বায়ক অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন ও ঢাবি শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ কয়েকজন নেতা-কর্মী সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের আন্দোলনে বাধা দিলে উত্তেজনার শুরু হয়।
আন্দোলকারী শিক্ষার্থীরা বলেন, ‘তারা এসে সামাজিক বিজ্ঞান ভবনে প্রবেশ করতে চান। আমরা তালা খুলতে না দেওয়ায় আমিনুল ইসলাম বুলবুল আমাদের হুমকি দেন।’
সরেজমিনে দেখা যায়, আমিনুল ইসলাম বুলবুল আন্দোলনকারী শিক্ষার্থীদের হুমকি দিলে তারা বিক্ষুব্ধ হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে কোনো কার্যকরী সিদ্ধান্ত নেয়নি। রোববার (২১ জুলাই) থেকে তারা লাগাতার কর্মসূচি পালন করে। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় দিনের মতো বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে তালা মেরে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এতে ক্লাস-পরীক্ষাসহ বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে।
সারাবাংলা/কেকে/এটি