Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত ২


২২ জুলাই ২০১৯ ১২:৫৬

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুলাই) সকালে গোমস্তাপুর ও শিবগঞ্জ উপজেলায় এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গোমস্তাপুর উপজেলার বোগলা গ্রামের কুড়ান আলীর ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মজিবুর রহমান (৪৫) ও শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর এলাকার আতাউর রহমানের ছেলে শফিকুল ইসলাম (৫০)।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, সোমবার সকাল ৭ টার দিকে রহনপুরের জাহিদনগর এলাকায় একটি ট্রাকের সঙ্গে মাছ বোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাছের ট্রলিতে থাকা মজিবুর রহমান ছিটকে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়।

অন্যদিকে সকাল সাড়ে ৭ টার দিকে শিবগঞ্জ উপজেলার পাইলিং মোড়ে পিকআপ ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রিপন কুমার জানান, সোমবার সকালে আম ব্যবসায়ী শফিকুল ইসলাম তার সঙ্গী বকুলকে নিয়ে মোটরসাইকেলযোগে কানসাট বাজারে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৭ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কের পাইলিং মোড়ে একটি পিকআপ ভ্যান পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে শফিকুল ইসলাম  ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনায় আহত বকুলকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সারাবাংলা/এসএমএন

চাঁপাইনবাবগঞ্জ সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর